মলয় দে, নদীয়া:- আন্তর্জাতিক যুদ্ধ বিরোধী শান্তি ও সংহতি দিবসে জেলাজুড়ে মিছিল সংগঠিত করল বামফ্রন্ট। আফগানিস্তানে তালিবানি আগ্রাসন সহ সমস্ত মৌলবাদ ও যুদ্ধবাজ দুর হটো এই স্লোগানকে সামনে রেখে বুধবার বিকেলে বামেদের মিছিল রানাঘাটের বিভিন্ন রাস্তা পরিক্রমা করে।
সাম্রাজ্যবাদ বিরোধী এই মিছিলে আজ অংশ নেয় রানাঘাটের বামফ্রন্ট নেতৃবৃন্দ কর্মী সমর্থকরা।যুদ্ধ বিরোধী শান্তি ও সংহতি দিবসের বামেদের এই মিছিল রানাঘাট পৌরসভা প্রাঙ্গণ থেকে শুরু হয়ে রানাঘাটের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে। অন্যদিকে শান্তিপুরে বামফ্রন্টের একটি মিছিল লাইব্রেরী মাঠ থেকে শুরু হয়ে বাইগাছিমোড়ে এসে শেষ হয় । এরপর একটি পথ সভার মাধ্যমে সাধারণ মানুষকে মধ্যে জনসচেতনা গড়ে তোলার উদ্দেশ্যে, লিফলেট বিলি এবং ক্যাম্পেইনিং করা হয়।