দেবু সিংহ ,মালদা: করোনার কারণে বন্ধ হয়ে যায় জহুরাকালীর মেলা। এবার বন্ধ হয়ে গেল রামকেলি মেলা। চৈত্র সংক্রান্তি থেকে রামকেলি শ্রী শ্রী মদন মোহন জিউ বিগ্রহের বাৎসরিক পুজো শুরু হলেও, ভক্ত সমাগম কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে। জেলার ঐতিহ্যবাহী ৫০৬ বছরের পুরনো গুপ্ত বৃন্দাবন নামে পরিচিত এই রামকেলি প্রাঙ্গণ। সেই দিক থেকে ঐতিহাসিক গুরুত্ব অনেক। নিয়ম রক্ষার জন্য কোনও রকমে পুজো সারা হচ্ছে। দূর দূরান্ত থেকে ভক্তরা আসছেন না বটে, স্থানীয়রা দু একজন করে আসছেন। মদন মোহন জিউ মন্দির কমিটি আগে থেকে বিজ্ঞপ্তি দিয়ে দিয়ে করোনা নিয়ে সচেতনতার পাশাপাশি এবারে ভক্ত সমাগম এড়ানোর কথা জানানো হয়েছে।
জানা গেছে, সনাতন ধর্মনীতি মেনে রামকেলি উৎসবের প্রথা মেনে আগের দিন রবিবার বিকেলে শ্রীচৈতন্য মহাপ্রভুর মূর্তিতে মালা দেন জেলা পরিষদের সভাধিপতি গৌর মন্ডল। হাজির ছিলেন অতিরিক্ত জেলাশাসক(জেলা পরিষদ) বিকাশ সাহা, জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ প্রতিভা সিংহ প্রমুখ। উল্লেখ্য, ১৫১৫ খ্রীষ্টাব্দের ১৫ জুন মহাপ্রভুর আগমন ঘটে রামকেলিতে। তারপর থেকে সেই দিনটি বিশেষ হয়ে উঠেছে জেলাবাসীর কাছে। মদনমোহন মন্দিরের পাশাপাশ গয়েশ্বরী-সহ একাধিক মন্দির রয়েছে এখানে।
প্রধান সেবাইত মদনমোহন পানিগ্রাহী বলেন, করোনার কথা মাথায় রেখে এবার মেলা বন্ধ করা হয়েছে। ভক্ত সমাগম নেই বললেই চলে। দু একজন করে আসছেন।