মলয় দে, নদীয়া : – নদীয়ার শান্তিপুরের ১৬ নম্বর ওয়ার্ড এবং বেলঘড়িয়া দুই নম্বর চলে বেশ কিছুটা ভাগীরথী অববাহিকা একটু একটু করে প্রতি দিন গঙ্গাবক্ষে চলে যাচ্ছে, ভিটেমাটি।
ক্যামেরার সামনে বলতে রাজি নন তারা! রাজি হবেনই বা কি করে! এর আগেও তো বেশ কয়েকবার সরব হয়েছিলেন তারা! কোনো লাভ মেলেনি কেন্দ্র হোক বা রাজ্য সরকারের পক্ষ থেকে। খুব যখন বাড়াবাড়ি হঠাৎ সব মিডিয়া একসাথে সংবাদ প্রকাশ করে স্থানীয় জনপ্রতিনিধিদের দু একজনের ক্ষণিকের জন্য পদধূলি মেলে। তবে সান্ত্বনা দেওয়ার জন্য বড়জোর কয়েকটা বালির বস্তা। সরকারি প্রকল্পের কাজ বুঝে নেওয়া, বা জানতে চাওয়াটাও অপরাধের হয়ে যায় কখনো কখনো! কিন্তু আশ্চর্য ব্যাপার, বোল্ডার ফেলে বড় একটি প্রকল্পের অর্থ মঞ্জুর থাকা সত্ত্বেও এক বছর অতিক্রান্ত হতে চলেছে, এখনো সিকি ভাগ কাজও হয়নি! প্রায় ৬০০ পরিবার গৃহহীন থাকা সত্ত্বেও সরকারি আবাস প্রকল্পের সুফল পৌঁছয়নি এলাকাগুলিতে। তাই প্রতি রাত্রি দুশ্চিন্তায় শুতে যান! ঝুপঝাপ শব্দে ঘুম ভেঙে যায় আতঙ্কে, এই বুঝি ভাগীরথী কেড়ে নিলো তার শেষ সম্বল টুকু।