জন প্রতিনিধি করোনায় আক্রান্ত, সুস্থতায় মহাযজ্ঞ কর্মীদের 

Social

পূর্ব মেদিনীপুর:-হলদিয়ার একজন জন প্রতিনিধি করোনায় আক্রান্ত ও সপরিবারে তার স্ত্রী এবং কন্যা সবাই করোনায় আক্রান্ত। কোভিড পজিটিভ হওয়ার ফলে চিন্তার ভাঁজ পড়েছে নেতা ও কর্মীদের মধ্যে।

তার দ্রুত সুস্থ ও আরোগ্য কামনায় হলদিয়ার একজন কাউন্সিলর এর উদ্যোগে চলল মৃত্যুঞ্জয়ী যোগ্য এবং মহাযজ্ঞ। তৈরি হয়েছে ফ্যান ক্লাব। সেই ফ্যান ক্লাবের কয়েকশো কর্মী তারা একই রঙের পোশাক পড়ে সকালবেলা নদী থেকে জল এনে ঘটকরা সম্পন্ন করে।

১০৮ জন মহিলা হলুদ রঙের শাড়ি পড়ে ঘরের জল এনে মহাযজ্ঞ শুরু করে। প্রিয় নেতার সুস্থ কামনায় এলাকাবাসী। সঙ্গে দু:স্থদের বস্ত্র বিতরণ এবং অন্নদান দুটি চলল।

তবে ভারতীয় বিজ্ঞান ও যুক্তিবাদী শাখার পক্ষ থেকে একজন সদস্য জানান করোনার সঙ্গে যজ্ঞের কোনো র্সম্পর্ক নেই।

Leave a Reply