কোয়ারেন্টাইনে পরিযায়ী শ্রমিকদের শুকনো খাবার প্রদানে স্বেচ্ছাসেবী সংগঠন “স্পর্শ”

Social

সোশ্যাল বার্তা: করোনা আবহে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সাধারণ মানুষ ও পরিযায়ী শ্রমিকরা । বাইরে থেকে এলেও তারা বর্তমানে রয়েছে বিভিন্ন বিদ্যালয়ের কোয়ারেন্টাইন সেন্টারে ।

বর্তমানে তাদের কোন কাজ নেই কিন্তু পেট তো আর থেমে থাকে না । এই সমস্ত পরিযায়ী শ্রমিকদের সাহায্যে এগিয়ে এল কৃষ্ণনগরের স্বেচ্ছাসেবী সংগঠন স্পর্শ ।

যদিও সংস্থাটি লকডাউন এর শুরু থেকেই প্রান্তিক মানুষের মধ্যে খাদ্য সামগ্রী বিলি করে চলেছে । কুলগাছি , পোড়াগাছা তারা আগেই শুকনো খাবার প্রদান করেছে পরিযায়ী শ্রমিকদের ।

শুক্রবার নদীয়া জেলার কৃষ্ণনগর ১ নং ব্লকের দোগাছী গ্রাম পঞ্চায়েতের যাত্রাপুর রামতনু লাহিড়ী হাইস্কুলে ৩৬ জন পরিযায়ী শ্রমিকের হাতে শুকনো খাবার পৌঁছে দিলেন ।

সংস্থার সম্পাদক মলয় দাস জানান, এই কঠিন সময়ে ঘরের ছেলে বাইরে থেকে আসা শ্রমিকদের কোয়ারেন্টাইন সেন্টারে থাকাকালীন খাবারের অসুবিধা কথা মাথায় রেখেই তাদের তরফ থেকে শুকনো খাবার শ্রমিকদের কাছে পৌঁছে দেবার একটা পদক্ষেপ গ্রহণ করেছেন ।

Leave a Reply