মালদা জেলায় দুর্গা পূজোর ভার্চুয়াল উদ্ভোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

Social

দেবু সিংহ,মালদাঃ- – মালদা জেলায় দুর্গা পূজোর ভার্চুয়াল উদ্ভোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।গত শুক্রবার সন্ধ্যায় হবিবপুর থানার অন্তর্গত বুলবুলচন্ডী অঞ্চলে কচি পুকুর সর্বজনীন দুর্গোৎসব কমিটির মেলা উদ্বোধন করলেন মন্ত্রী সাবিনা ইয়াসমিন।শুক্রবার সন্ধ্যায় আনুষ্ঠানিক ভাবে বুলবুলচন্ডী জিএসবি উচ্চ বিদ্যালয় মাঠে এই মেলার উদ্ভোদন করাহয়।এদিন বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রদীপ প্রজ্বালন করে পায়রা উড়িয়ে এই মেলার উদ্বোধন করা হয়।মন্ত্রী, বিধায়ক ঢাক ঘারে নিয়ে মেলার উৎসব আরো আনন্দে মাতিয়ে তোলেন মন্ত্রী সহ বিভিন্ন ব্যক্তিবর্গ। মেলার নাগরদোলা সহ মেলার জিনিস ঘুরে দেখলেন।এ বিষয়ে সাবিনা ইয়াসমিন বলেন,মুখ্যমন্ত্রী সবসময় আপনাদের পাশে রয়েছে ধর্ম যার যার উৎসব সবার সবাই পুজো ভালো কাটুক ভালো সকালেকে শুভেচ্ছা জানালেন মন্ত্রী। একদিনের এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,মন্ত্রী সাবিনা ইয়াসমিন,মালদা জেলা তৃণমূলের জেলা সভাপতি আব্দুর রহিম বক্স, রতুয়ার বিধায়ক সমর মুখার্জি, হবিবপুর ব্লকের বিডিও সুপ্রতীক সাহা হবিবপুর থানার আইসি সুবীর কর্মকার সহ আইএনটিটিইউসি জেলা সভাপতি, শুভদীপ সান্যাল সহ অন্যান্য ব্যক্তিবর্গ।

Leave a Reply