মলয় দে নদীয়া :- বতর্মান যুব সমাজ থেকে শুরু করে সবার কাছে এতটাই গুরুত্ব হয়ে গিয়েছে ফলে লাইব্রেরীর, বই পড়ার মতন পাঠক কমতে বসেছে। এখন মোবাইলে গল্পের বই থেকে সমস্ত কিছু হাতের কাছে পেয়ে যাওয়াতে লাইব্রেরী তে এসে বই পড়া বা বই নিয়ে যাওয়ার সংখ্যা খুবই কম ।
তারপর লক ডাউনে ঘর বন্ধী হয়ে পড়াতে লাইব্রেরী কিছু পাঠক প্রায় বন্ধ করে দিয়েছিলেন বই পড়া ফলে সমস্যায় জর্জরিত এই পুরোনো গ্রন্থাগার। ধুলো জমে বই এর পাতা বন্ধ হতে বসেছে।এখন শুধুই স্মৃতি । তবে তাই বলে কি থেমে থাকলে চলবে কিছু বই প্রেমিক যে আজও দাঁড়িয়ে থাকে কখন খুলবে গ্রন্থাগার ।
লক ডাউন শেষ তাই আবার নতুন করে ঝাড় দিয়ে ধুলো মুছে শুরু হয়েছে গ্রন্থগুলি ।