নিউজ সোশ্যাল বার্তা : অলবেঙ্গল ইন্টার গভ: স্কুল স্পোর্টস মিট ২০১৯ – ২০২০ যোগাসন প্রতিযোগীতায় প্রথম নদীয়া জেলার কৃষ্ণনগরের কৃষ্ণনগর গভ: গার্লস হাইস্কুলের একাদশ শ্রেণীর ছাত্রী বৃষ্টি বিশ্বাস।
কৃষ্ণনগরের কাঠুরিয়াপাড়ার বাসিন্দা মানবেন্দ্র বিশ্বাস ও মুক্তি বিশ্বাসের একমাত্র কণ্যা বৃষ্টি বিশ্বাস। বিশ্ববাংলার উদ্যোগে মুর্শিদাবাদ জেলার লালবাগে সারাবাংলা যোগাসন প্রতিযোগীতায় রাজ্যে প্রথম স্থান অধিকার করে ও স্বর্ণপদক অর্জনকরে। ৩১ জানুয়ারী থেকে ৩রা ফেব্রুয়ারী মুর্শিদাবাদের লালবাগে নবাব বাহাদুর ইন্সটিটিউশনে অনুর্দ্ধ ১৯ বছর রাজ্য যোগাসন প্রতিযোগীতা পশ্চিমবঙ্গের সবকটি সরকারি বিদ্যালয়ের ছাত্রীদের নিয়ে অনুষ্ঠিত হয়। সেখানে কৃষ্ণনগরের বৃষ্টি বিশ্বাস রাজ্যে প্রথম স্থান অধিকার করে।
পড়াশুনার পাশাপাশি বৃষ্টি জিমনাষ্টিক, যোগাসন, রিদিমিক যোগায় বেশ পারদর্শী।ছোট থেকেই সে অনেক পুরষ্কারের অধিকারী। ষ্টেটলেভেল ট্যালেন্টহান্ট, অল ওয়েষ্টবেঙ্গলে চ্যাম্পিয়ান,ইষ্টার্ণ ইন্ডিয়ান ন্যাশানালে যোগাতে প্রথমস্থানাধিকারিনী,রিদিমিক যোগাতে সিলভারও রয়েছে তার ঝুলিতে।
আগামী দিনে বৃষ্টি যোগাসনে দেশের হয়ে প্রতিনিধিত্ব করতে চায়।তার সাফল্যে শহরবাসী খুব খুশি।