“বিশ্বজুড়ে মহামারী শিক্ষক পৌঁছাবে বাড়ি বাড়ি” পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির অভিনব প্রয়াস

Social

মলয় দে নদীয়া:-পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতি নদীয়া জেলার উদ্যোগে মঙ্গলবার বামনপুকুরের পিছিয়ে পড়া গ্রাম সরডাঙ্গা থেকে শুরু হলো এক কর্মসূচির।

“বিশ্বজুড়ে অতিমারী

শিক্ষক আজ বাড়ি বাড়ি”।

এই স্লোগানকে সামনে রেখে নদীয়ায় এই প্রথম শিক্ষক-শিক্ষিকারা পৌছে যান শিক্ষার্থীদের বাড়ী বাড়ী শিক্ষা দানের উদ্দেশ্যে।

যে সব শিক্ষার্থীরা বাড়ীতে নেই স্মার্টফোন,নেই টিভি তাদেরকে চিহ্নিত করে এই ভাবেই পৌছে যাবেন তাদের বাড়ী বাড়ি। ইতিমধ্যে পোর্টাল ও বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়ায় বা মাস্টারমশাইরা ফেসবুক পেজের মাধ্যমে অনলাইনে শিশুদের শিক্ষাদান চালিয়ে যাচ্ছেন। কিন্তু যে সকল শিক্ষার্থীর পরিবার অর্থনৈতিক ভাবে পিছিয়ে তারা কিন্তু এই সুযোগ সুবিধা থেকে বঞ্চিত।তাদের কথা ভেবেই এই কর্মসূচি বলে জানান পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির নদিয়ার সভাপতি জয়ন্ত সাহা। তিনি বলেন ছোট ছোট দলে ভাগ হয়ে গোটা নদিয়া জেলায় পৌছে যাবে শিক্ষিক শিক্ষিকারা প্রাথমিকস্তরের শিক্ষার্থীদের বাড়ী বাড়ী।

সারাদিন ধরে কচিকাঁচাদের সাথে পড়াশুনার পাশাপাশি, খেলাধুলা, সাংস্কৃতিক চর্চা, ছোট ছোট গল্পের মধ্য দিয়ে চরিত্র গঠনে সহযোগিতা এবং একই সঙ্গে শিক্ষার্থী সহ তাদের পরিবারের সাথে মধ্যাহ্ন ভোজন করবেন। এতে ছাত্র – শিক্ষক এবং অভিভাবকদের মধ্যে সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে জানান তিনি।

Leave a Reply