দেবু সিংহ,মালদা: জয়েন্ট এন্ট্রান্সের প্রস্তুতির জন্য মালদা জেলার বিভিন্ন থানা এলাকার দু:স্থ ও মেধাবী পড়ুয়াদের অনলাইনে বিনামূল্যে কোচিং ক্লাসের সুযোগ করে দিল মালদা জেলা পুলিশ।
বৃহস্পতিবার দুপুরে মালদা কলেজ অডিটোরিয়ামের সানাউল্লাহ মঞ্চে একটি অনুষ্ঠানের মাধ্যমে ছাত্র-ছাত্রীদের হাতে তুলে দেওয়া হয় অনলাইন কোচিং ক্লাসের শংসাপত্র।
মালদা জেলা পুলিশের পক্ষ থেকে জেলার বিভিন্ন থানা এলাকার প্রায় ৩৫০ জন দুঃস্থ ছাত্রছাত্রীকে অনলাইন কোচিং করার ব্যবস্থা করে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মালদা জেলা পুলিশ সুপার অলক রাজোরিয়া, অতিরিক্ত পুলিশ সুপার আনিস সরকার,অমিত কুমার সাউ, ডিএসপি প্রশান্ত দেবনাথ, আজহার উদ্দিন খান, বিপুল ব্যানার্জি, কোচিং সেন্টারের সিও রানা প্রতাপ সিং সহ অন্যান্য পুলিশ অফিসার ও ছাত্র-ছাত্রীরা।
অনলাইনে জয়েন্ট এন্ট্রান্সের প্রশিক্ষণের জন্য খরচ হয় লক্ষাধিক টাকা। বিনামূল্যে কোচিং করার সুযোগ পেয়ে খুশি ছাত্রছাত্রীরা।
পুলিশ সুপার অলক রাজোরিয়া ছাত্র-ছাত্রীদের শুভেচ্ছা জানান। তিনি ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে বলেন, আপনারা ভালো করে পড়াশোনা করুন।কোনো অসুবিধা হলে পুলিশের পক্ষ থেকে তাদের পাশে দাঁড়ানোর আশ্বাস দেন।