নন্দকুমার ওরিয়েন্ট ক্লাবে এক দিবসীয় ১৬টিমের দাবা প্রতিযোগিতা চেকমেট চেস একাডেমি গিয়ার আপ টুর্নামেন্ট

Social

সোশ্যাল বার্তা : নন্দকুমার ব্লক এর ওরিয়েন্ট  ক্লাবের সৌজন্যে একদিবসীয় ১৬ টিমের দাবা প্রতিযোগিতা। চেকমেট চেস একাডেমি গিয়ার টুর্নামেন্ট শুরু হয় সকাল থেকেই। পূর্ব মেদিনীপুর চেসমেট একাডেমী নির্দেশ অনুসারে প্রতি মহাকুমা যে সমস্ত একাডেমী রয়েছে তারা নিজ নিজ সেন্টারে ছোট ছোট টিম করে প্রতিযোগিতা করবে কারণ কোভিড বিধি মেনে। কোভিড ১৯ এর কারণে দীর্ঘ দেড় বছর দাবা টুর্নামেন্ট হয়নি। নন্দকুমার ব্লক ওরিয়েন্ট ক্লাবে প্রতি মাসে একটি করে টুর্নামেন্ট হতো কিন্তু কোভিড ভাইরাসের কারণে দীর্ঘ দেড় বছর তা বন্ধ ছিল, আজ থেকে শুরু হল এই দাবা প্রতিযোগিতা। প্রতি মহাকুমার দেখে পাঁচজন করে নিয়ে কাঁথিতে মূলপর্বের প্রতিযোগিতা হবে।

নন্দকুমার চেস ম্যাট একাডেমি গিয়ার টুর্ণামেন্টে উপস্থিত ছিলেন নন্দকুমার চেকমেট একাডেমীর প্রিন্সিপাল তথা পূর্ব মেদিনীপুর জেলার ভাইস-প্রেসিডেন্ট অমিত কুমার সাঁতরা। উপস্থিত ছিলেন নন্দকুমার চেক একাডেমির অফিশিয়াল দায়িত্বে থাকা গৌরী রানী দাস পাল ও হরেকৃষ্ণ ধাড়া যিনি ওরিয়েন্ট ক্লাবের গেম সেক্রেটারি তিনি বলেন আমরা প্রতিবছর এই দাবার সঙ্গে ক্রামবোড় , ফুটবল নানা রকমের সাংস্কৃতিক অনুষ্ঠানে করে থাকি তবে দীর্ঘ দেড় বছর লকডাউন এর কারণে আমরা এসব করতে পারিনি। আজি এই প্রতিযোগিতার প্রথম দিন।

চেকমেট চেস একাডেমির প্রিন্সিপাল বলেন লকডাউনে দেড় বছর বন্ধ ছিল সমস্ত ধরনের দাবা খেলা তবে আজ হতে শুরু হল। এই প্রতিযোগিতা অফিশিয়াল দায়িত্বে থাকা গৌড়ি রানী দাস পাল বলেন এই দাবা খেলা মধ্য দিয়ে ছোট ছোট শিশুদের সামাজিক ও মানসিক দুটোই উন্নতি ঘটাবে।

Leave a Reply