কোটিপতি হলেন গৌতম ঝা আর্থিক সাহায্য করতে চান দু:স্থদের জন্য’

Social

ওয়েব ডেস্ক : পুরুলিয়া জেলার আদ্রার ভারতীয় রেলওয়ের সিনিয়র সেকশন ইঞ্জিনিয়ার (S.S.E) শ্রী গৌতম কুমার ঝা । অমিতাভ বচ্চনের জনপ্রিয় টেলিভিশন শো “কৌন বনেগা ক্রোড়পতি ” র কুইজ অনুষ্ঠানে তিনি গত বুধবার ১ কোটি টাকা জিতে নেন । তিনি জানান আর্থিক পুরস্কার ১ কোটি টাকার থেকে একটি বড় অংশ খরচ করবেন দু:স্থদের জন্য । গৌতম বাবুর ভূয়শী প্রশংসা করেন অমিতাভ বচ্চন। ভারতীয় রেলওয়ের পক্ষ থেকে মাননীয় শ্রী গৌতম কুমার ঝা মহাশয় কে সংবর্ধনা দেওয়ার পরিকল্পনা করা হয়েছে।গৌতম বাবুর মতোই সবাইকে এগিয়ে আসার আহ্বান জানাই ।