রমিত সরকার: সারা দেশ জুড়ে চলছে লক ডাউন । অন্যদিকে শুরু হয়েছে তাপদাহ ফলে রাজ্যের অধিকাংশ ব্লাড ব্যাংকে রক্তের মজুত শূন্যের দিকে । রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের আহবানে পশ্চিমবঙ্গ পুলিশ রাজ্যের সমস্ত জেলায় রক্তদান শিবিরের আয়োজন করছে।
লক ডাউন এর দ্বিতীয় পর্যায়ে রক্তদান শিবিরের আয়োজন করলেন নদীয়া জেলার কৃষ্ণনগর পৌরসভার প্রাক্তন কাউন্সিলর দিলীপ দাস মহাশয় ।
আজ কৃষ্ণনগরের ১৫ নং ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর মাননীয় দিলীপ দাসের উদ্যোগে বোনাস ক্লাবের প্রাঙ্গণে এক রক্তদানের আয়োজন করা হয় । এই শিবিরে উপস্তিত ছিলেন কৃষ্ণনগর পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান অসীম সাহা মহাশয় ।
এই পরিস্থিতিতে রক্তদান করার জন্য রক্তদাতাদের অভিনন্দন জানানো হয় গোলাপ দিয়ে ও করোনা সচেতনতায় হ্যান্ড স্যানিটাইজার তুলে দেওয়া হয়। আজকের এই রক্তদান শিবিরের মোট ২১ জন রক্তদাতা রক্ত দান করেন ।