১১ই নভেম্বর মুর্শিদাবাদ স্টেশনে ১২ ঘন্টার রেল অবরোধের ডাক

Social

নিউজ সোশ্যাল বার্তা : দক্ষিণবঙ্গের সঙ্গে উত্তরবঙ্গের যোগাযোগ মাধ্যমের সরলীকরণ ব্যবস্থার জন্য মুর্শিদাবাদ জেলার নশীপুরে রেলব্রীজ নির্মাণ করা হয়। এটি শেষ হলে মুর্শিদাবাদের সঙ্গে আজিমগঞ্জের সংযোগ স্থাপন হলে উত্তরবঙ্গে পাড়ি দিতে আর কোন সমস্যা থাকবে না। বিশেষ করে উপকৃত হবে নদীয়া এবং মুর্শিদাবাদের মানুষ।কিন্তু আইনি জটিলতায় কাজ এখনো থমকে।আগামী ১১ই নভেম্বর মুর্শিদাবাদ স্টেশনে ১২ ঘন্টার রেল অবরোধ কর্মসূচির সিদ্ধান্ত গ্রহণ করেছে মুর্শিদাবাদ রেলওয়ে পাসেঞ্জার্স অ্যাসোসিয়েশন ।অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আজ একটি পথসভার আয়োজন করা হয়েছিল সঙ্গে ছিলেন জঙ্গিপুর রেলওয়ে পাসেঞ্জার্স কমিটির সদস্যরাও। সভায় নশীপুর রেলব্রীজ,ধনধান্য এক্সপ্রেস ৪ দিনের বদলে নিয়মিত যাতায়াত,ভগবানগোলা স্টেশনে শেডের দাবি সহ একাধিক বিষয়ে তারা তাদের দাবিগুলি তুলে ধরেন ।