দুঃস্থ অসহায় মানুষদের পাশে দাঁড়ালো সিপিআইএম

Social

অঞ্জন শুকুল, নদীয়া : লকডাউনের ফলে রোজগার বন্ধ , দিনমজুর ,খেত মজুরদের অবস্থা শোচণীয় ঘুর্ণি ঝড়ে মাথার ওপরের শেষ সম্বল চলাটুকু পর্য্যন্ত নিয়ে গেছে। আর তখনই এইসব দুঃস্থ মানুষের পাশে দাঁড়াল কৃষ্ণগঞ্জের সিপিআইএম শাখা।

লকডাউনের ফলে রোজগার বন্ধ,দিনমজুর, খেতমজুর পরিবারগুলির অবস্থা শোচনীয়। তার উপর ভয়াবহ আমফান ঘূর্ণিঝড় তছনছ করে দিয়েছে মাথার উপরের চালাটুকু। ঘুর্ণিঝড় চলে গেলেও মাঝে মাঝেই নামছে বৃষ্টি। আবার কখনো প্রখর রোদ্দুর। এর মধ্যেই বহু দুঃস্থ অসহায় মানুষ হন্যে হয়ে ঘুরেছেন পঞ্চায়েত থেকে ব্লক অফিস, একটা ত্রিপল পাওয়া যায় কিনা। অন্তত মাথার উপর ছাউনিটা দরকার ।

নদীয়া জেলার কৃষ্ণগঞ্জ ব্লকের এরকম ১৩টা পরিবারের মাথার উপর ছাউনিটা ঠিক করার জন্য ত্রিপল জুগিয়েছে তারা,  ত্রিপল দেওয়ার পাশাপাশি তারকনগরে পরিযায়ী শ্রমিকদের কোয়ারেন্টিন সেন্টারে রান্না করা খাবার পৌঁছে দিচ্ছেন সংগঠনের সদস্যবৃন্দ ।

কৃষ্ণগঞ্জের এরিয়া কমিটির সম্পাদক সুপ্রভাত দাস জানান -” ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের সহায়তা প্রদান, শ্রমিকদের কোয়ারেন্টিন সেন্টারে খাবারের ব্যবস্থা করা, তাদের স্বাস্থ্য পরীক্ষা ও প্রয়োজনীয় চিকিৎসা করা সহ বিভিন্ন দাবীতে প্রশাসনের নানা স্তরে আর্জি জানানো হয়েছে । কিন্তু হতাশ আমরা তাই এই গরিব মানুষদের সাহাযার্থে নিজেরাই এগিয়ে এসেছি। আর আগামী দিনেও কৃষ্ণগঞ্জ সিপিআইএম এই অসহায় দুঃস্থ মানুষদের পাশে দাঁড়াবে” ।

Leave a Reply