সদ্য বাবাকে হারানো তিন বছরের শিশু কন্যার পড়াশোনার দায়িত্ব ও এককালীন অর্থ প্রদান কান্দি থানার পুলিশ অফিসারের

Social

সোশ্যাল বার্তা: বছর তিনেকের একরত্তি ছোট্ট একটি মেয়েকে কোলে নিয়ে মুখের দিকে তাঁকিয়ে আছেন। থানার আইসির চোখ দিয়ে অঝোরে ঝরছে জল। পুলিশ দিবসে এমনটি ঘটনার সাক্ষী থাকলো মুর্শিদাবাদ জেলার কান্দি থানার পুলিশ কর্মীরা ও থানায় আগত বিভিন্ন এলাকার বাসিন্দারা।ছোট্ট মেয়েটি এখনও হয়তো বুঝে উঠতে পারেনি তার বাবা এই পৃথিবীতে আর নেই।
জানা যায় মুর্শিদাবাদ জেলার কান্দি মহকুমার সাংবাদিক বিশ্বজিৎ মন্ডল গত ৭ই আগষ্ট বর্ধমান মেডিকেল কলেজে মারা যায়। বিশ্বজিৎ মন্ডলের বাড়ি খড়গ্রাম এলাকায়। বাড়িতে রয়েছেন ওনার বাবা,মা,স্ত্রী ও তিন ভাই বোন। বিশ্বজিৎ মন্ডলের বয়স মাত্র ৩৪। বিশ্বজিৎ মন্ডলকে হারিয়ে পরিবারের অন্যান্য সদস্যরা দিশাহীন হয়ে পড়েন। বিশ্বজিৎ মন্ডলের একমাত্র মেয়ে যার বয়স তিন বছর।

পুলিশ দিবসে কান্দি থানার পক্ষ থেকে বিশ্বজিৎ মন্ডলের পরিবারের হাতে আর্থিক সাহায্য তুলে দেওয়া হয়। থানার পুলিশকর্মীরাও একসাথে মিলিতভাবে সাহায্যের হাত বাড়িয়ে দেন। থানার আইসি মৃণাল সিনহা ব্যক্তিগতভাবে ছোট্ট মেয়েটির পড়াশোনা দায়িত্ব নেন। পাশাপাশি মেয়েটির নামে ব্যাংকে পঞ্চাশ হাজার টাকা ফিক্সড করে দেন।

বিশ্বজিৎ মন্ডলের পরিবারের সদস্যরা জানান, বিপদের দিনে উনি যে ভাবে আমাদের পাশে দাঁড়ালেন আজীবন ওনার কাছে আমরা ঋণী হয়ে গেলাম। ঈশ্বর ওনাদের মঙ্গল করবেন।
এই প্রসঙ্গে আইসি মৃণাল সিনহা জানান সারাবছর ধরে নিজের সাধ্যমত মানুষের পাশে থাকার চেষ্টা করি।

পুলিশ এই পরিবারে পাশে দাঁড়ালো কেমন লাগছে জিজ্ঞেস করতেই এলাকার একজন বাসিন্দা জানান, বিচারের দাবিতে জন্য আন্দোলন চলছে। কিন্ত ডিউটি রত অবস্থায় পুলিশকে শারীরিক ভাবে আঘাত করা হলো এটা কাম্য নয়। পুলিশও তো আমাদের মত মানুষ। ওনাদের ও পরিবার রয়েছে। খুব খারাপ লাগছে বর্তমান সময়ে মানুষ পুলিশকে ভুল বুঝছে।

Leave a Reply