সোশ্যাল বার্তা : আজ ৩১ শে মে, বিশ্ব তামাক বিরোধী দিবস পালনে এক অভিনব উদ্যোগ নিলো একটি স্বেচ্ছাসেবী সংগঠন “কৃষ্ণনগর আনন্দধারা”।
আজ সংগঠনের স্বেচ্ছাসেবীরা ছাইদানি হাতে নিয়ে কৃষ্ণনগরের কাছেই দোগাছী গ্রামের বাজারে ধূমপায়ীদের দিকে ছাইদানি নিয়ে হাতটা বাড়িয়ে দিয়ে অনুরোধ করেন। যাঁরা বিড়ি,সিগারেট টানছিলেন তাঁরা অনুরোধ রাখতেই ঐ ছাইদানিতে বিড়ি,সিগারেট ফেলে দেন। অনুরোধের পাশাপাশি স্বেচ্ছাসেবীরা ধুমপান এবং করোনা নিয়ে সচেতনতা করতে থাকেন।সঙ্গে প্রত্যেকের হাতে একটা কিরে লজেন্স তুলে দেন।। এছাড়াও বাজারের খাদ্যসামগ্রী বিক্রী করা দোকানদার,ভ্যানচালক,টোটোচালকদের মাস্ক বিতরণ করেন।এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসী।
সংগঠনের সম্পাদক রাজু পাত্র জানান,”বর্তমানে করোনা ভাইরাসকে
প্রতিরোধ করার জন্য শরীরে রোগ প্রতিরোধ সক্ষমতা বৃদ্ধি করা জরুরী। ধূমপান ও সকল প্রকার তামাক শরীরের বিশেষ অঙ্গ-প্রত্যঙ্গ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করে তাই শরীরের রোগ প্রতিরোধ সক্ষমতা বাড়াতে ধূমপায়ীদের কাছে তামাক বিরোধী দিবসে সচেতনতা বাড়াতে এই উদ্যোগ। “