সোশ্যাল বার্তা : একদিকে করোনা সংক্রমণ অন্যদিকে আমফান ঝড় সাধারণ মানুষের জীবন বিপর্যস্ত করে তুলেছে । তাই ক্রমাগত চাপ বেড়েছে সরকার তথা বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা গুলোর উপর। গত ২৮ শে মে দক্ষিণ চব্বিশ পরগনার নলদি গ্রামে আমফান বিধ্বস্ত মানুষের পাশে দাঁড়াতে হাজির হয় নদীয়া জেলার স্বেচ্ছাসেবী সংগঠন ওয়েবস্টার সার্ভিস সোসাইটি সংগঠনের সদস্যরা । প্রসঙ্গত উল্লেখ্য লক ডাউন এর শুরু থেকেই ওরা কাজ করছেন প্রান্তিক মানুষের খাবার, রেশন এর জন্যে ।
একেতেই দুই মাস মানুষের হাতে কাজ নেই, তারপর এই বিধ্বংসী ঝড়, মানুষের সব কিছু কেড়ে নিয়েছে । বিরাট সংখ্যক মানুষের প্রয়োজনের তুলনায় কম হলেও নিত্যপ্রয়োজনীয় সামগ্রী নিয়ে হাজির হয় ওয়েবস্টারের সদস্যরা সাথে ছিলেন বারাসাতের রোটাক্ট ক্লাব, সেন্ট্রাল ।
তাদের সহযোগীতায় ওনাদের সাথে হাতে হাত লাগিয়ে এই কাজটি সম্পন্ন করেন সংগঠনের সদস্যরা । গ্রামের দেড়শো টি পরিবারের হাতে তুলে দেওয়া হয় খাদ্য সামগ্রী ও নিত্য প্রয়োজনীয় জিনিস।
ওয়েব স্টারের তরফে সুময়ী বলেন, “আমরা সারা বছরের মত এই লক ডাউন এর শুরু থেকেই মানুষের পাশে ন্যূনতম চাহিদা মেটাতে পাশে দাঁড়িয়েছি। এখন আমফান কাজটা আরো শক্ত করে দিয়েছে। তাই সবাই মিলে হাতে হাত রেখে কাজ করার চেষ্টা করা।”