দেবু সিংহ মালদা: মালদা জেলার হরিশ্চন্দ্রপুর আইটিআই কলেজে মহকুমার চারটি ব্লকের জন্য আইসোলেশন সেন্টার খোলা হয়েছিল কোন পজেটিভ পেশেন্টে রাখার উদ্দেশ্যে। গতকাল এই আইসোলেশন সেন্টারে থেকে তিনজন করোনা পজেটিভ রোগীকে সুস্থ করে বাড়ি ফেরানো হলো।
স্থানীয় স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর এই আইসোলেশন সেন্টারে মোট ৮জন করোনা পজেটিভ রোগী রাখা হয়েছিল। তার মধ্যে আজ তিন জনকে ছেড়ে দেওয়া হল। লালা রস পরীক্ষায় এদের পজিটিভ আশায় এই আইসোলেশন সেন্টার এদেরকে রাখা হয়েছিল।
দশ দিন পর্যবেক্ষণ রাখার পর ও প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা করে আজ এদের বাড়ি পৌঁছে দেওয়া হল। এই তিনজনের প্রত্যেকেরই বাড়ি হরিশ্চন্দ্রপুর থানা এলাকার বিভিন্ন গ্রামে।
নাম প্রকাশে অনিচ্ছুক ছাড়া পাওয়া এক করোনা পজিটিভ রোগী জানালেন এই আইসোলেশন সেন্টারে আমাদের যত্ন সহকারে চিকিৎসা করা হয়েছে । আমরা ভালো হয়ে বাড়ি ফিরে যাচ্ছি আমাদের খুব ভালো লাগছে। এ ব্যাপারে তারা প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছেন।
হরিশ্চন্দ্রপুর ১ নং ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক অনির্বাণ বসু করোনা রোগী যে ওই তিনজনকে শুভেচ্ছা জানিয়েছেন। আগামীতে সু:স্থ সবল থাকেন সে বিষয়ে আশাবাদী রয়েছেন।