দু:স্থ মানুষের মধ্যে রান্না করা খাবার বিলি করলেন নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির সদস্যরা

Social

রায়গঞ্জঃ বিভক্ত পশ্চিম দিনাজপুর জেলার প্রাথমিক শিক্ষা আন্দোলনের প্রাক্তন নেতৃত্ব যতীন্দ্র নাথ সাহাকে শ্রদ্ধা জানাতে শনিবার রায়গঞ্জ ব্লকের বিভিন্ন গ্রামে দু:স্থ মানুষের মধ্যে রান্না করা খাবার বিলি করলেন নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির সদস্যরা।

শনিবার সংগঠনের পক্ষ থেকে আদিয়ার, মোহিনীগঞ্জ ও ধলগা গ্রামের ২০০ দু:স্থ মানুষের হাতে রান্না করা খাবার ও জল বিলি করা হয়। এদিনের কর্মসূচীতে কৃষ্ণেন্দু রায় চৌধুরী, ধ্রুব পাল সহ অন্যান্যরা নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। এবিপিটিএ-র জেলা সম্পাদক কৃষ্ণেন্দু রায়চৌধুরী জানান, লকডাউনের সময়কালে জেলার শিক্ষক শিক্ষিকাদের সহযোগিতায় সংগঠনের পক্ষ থেকে একাধিক কর্মসূচি নেওয়া হয়েছে। সেই কর্মসূচিতে লকাউনের মধ্যে আজ প্রায় ২০০ জন দুঃস্থ মানুষের হাতে রান্নাকরা খাবার ও পানীয়জল তুলে দেওয়া হয়েছে। অবিভক্ত পশ্চিম দিনাজপুরের প্রাথমিক শিক্ষা আন্দোলনের প্রাক্তন নেতৃত্ব যতীন্দ্র নাথ সাহাকে স্মরণ করে এদিনের কর্মসূচী পালন করা হয়।

আগামীদিনে এলাকার দরিদ্র মানুষদের মধ্যে বিনামূল্যের সব্জি বিতরণ করার কর্মসূচি নেওয়া হয়েছে।

Leave a Reply