নদী ভাঙ্গন রোধে বড়সড়ো উদ্যোগ গ্রহণ কেন্দ্রীয় সরকারের ১৩ কোটি টাকা ব্যয়ে নদী ভাঙন রোধের কাজের উদ্বোধন কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের

Social

মলয় দে নদীয়া :-নদীয়ার কল্যাণী ব্লকের কালীপুর ফেরিঘাট এলাকায় নদী ভাঙন রুখতে হুগলী নদীতীর ভাঙন প্রতিরোধ প্রকল্পের আনুষ্ঠানিক ভিত্তিপ্রস্তর স্থাপন করেন কেন্দ্রীয় রাষ্ট্রমন্ত্রী শান্তনু ঠাকুর। ইতিমধ্যেই কাজের বরাত দেওয়া হয়ে গেছে বলে জানা গেছে। দ্রুত কাজ শুরু হবে।

কল্যাণী ব্লকের তারিনিপুর, কালীপুর, গঙ্গা মনোহরপুর, চর যাত্রাসিদ্ধি, সরাটি ও রায়ডাঙ্গা এলাকার ৩৪৩৭ মিটার ভাঙন এলাকার জন্য নদীপাড়ে বাঁধ দেওয়ার কাজ অনুমোদন করে কেন্দ্রীয় সরকার।
শ্যামাপ্রসাদ মুখার্জী বন্দর কলকাতার অধীনে এই কাজ অনুমোদন হয়।
দীর্ঘদিন ধরে কল্যাণী ব্লকের বিস্তীর্ণ এলাকা ভাঙন কবলিত। ভাঙনের ফলে মানুষের জীবন জীবিকা সহ সম্পত্তির ক্ষতি হচ্ছে দীর্ঘদিন ধরে।
ভাঙন প্রতিরোধের কাজের খবরে খুশি এলাকার মানুষ।

Leave a Reply