পরিযায়ী শ্রমিকদের জন্য নদীয়ার শান্তিপুরে গোপালপুর মসজিদের ধর্মীয় দ্বার খুলে গেলো মানবিকতার

Social

মলয় দে নদীয়া:- এলাকার অনেকেই সংসারের চাপে পেটের টানে পাড়ি দিতে হয়েছিলো রাজ্যের বাইরে বিভিন্ন জায়গায়। তাদের পাঠানো টাকায় চলতো সংসার, পাড়ার বিভিন্ন আর্ত পীড়িতের সহযোগিতা, ধর্মীয় বিভিন্ন উৎসবের খরচ। এখন তারাই ফিরছে বাড়িতে, এই চরম সংকটময় মুহূর্তে কি করে ছেড়ে থাকা যায় তাদের! পাড়ার মুরুব্বী মাতব্বর মসজিদ কমিটিকে আবেদন করে মসজিদে রাখার জন্য।

স্বাস্থ্য দপ্তরের নির্দেশ হোম কোয়ারেন্টাইনে থাকার কথা বললেও অনেকের বাড়িতেই একটি মাত্র ঘর! বহুদিন বাদে ফিরে আসা পারিবারিক আবেগ অনেকটাই নিবিড় যোগাযোগের সম্ভাবনা। এ ধরনের নানা সমস্যা

বোঝাতে সক্ষম হয় মসজিদ কমিটি কে। তা বাদেও অন্যান্য কোয়ারেন্টাইন সেন্টারে আলো বাতাস জল উপযুক্ত ব্যবস্থা আছে কিনা তারও কোন নিশ্চয়তা পাওয়া যাচ্ছে না। তাই পাড়ার ছেলেরা যত্নে থাকুক পাড়াতেই। আলাদা বাথরুম পায়খানা স্নানের ব্যবস্থার সাথে রয়েছে পর্যাপ্ত জল আলো ফ্যান। খাবার দাবার আপাতত বাড়ি থেকে আসলেও , পাড়ার ছেলেরাই ব্যবস্থা করবে আগামীতে। এই মুহূর্তে বোম্বে থেকে আসা 5 জন রয়েছে, তবে আগামীতে অনেকেই আসতে চলেছে। স্বাস্থ্য কর্মীদের সাথে যোগাযোগ করা হয়েছে তাদের স্বাস্থ্য পরীক্ষা-নিরীক্ষার বিষয়ে।

Leave a Reply