মলয় দে নদীয়া:- গতকাল একটি ট্রেন বাতিল হওয়ার পর আজ শুক্রবার বিকালে বেলা ৪ টে নাগাদ কেরল থেকে পরিযায়ী শ্রমিকদের একটি ট্রেন ঢুকলো কৃষ্ণনগর স্টেশনে ।
রেল সূত্রে জানা গিয়েছে, ২৪ কোচের ওই ট্রেনে নদীয়া মুর্শিদাবাদ,বর্ধমান সহ কয়েকটি জেলার প্রায় ১১০০ জন পরিযায়ী শ্রমিক এসেছেন । পুরো স্টেশন চত্বর নিরাপত্তায় মুড়ে ফেলা হয় । ছোট ছোট অধিকাংশই গেট গুলি ছিল বন্ধ। নির্দিষ্ট গেট দিয়ে তাদের বের করা হয় ।
প্রশাসনিক তৎপরতায় তাদের কৃষ্ণনগর স্টেশন থেকে বাসে করে নিয়ে যাওয়া হয় কৃষ্ণনগর জেলা স্টেডিয়ামে । থার্মাল স্ক্রিনিং করার ব্যবস্থা করা হয় । যাত্রীদের মধ্যে নদীয়ার প্রায় ৮০ জন ।
প্রত্যেকের শারীরিক অবস্থা বুঝে হোম কোয়ারেন্টাইন সেন্টার বা কোয়ারান্টিনে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে । সূত্রের খবর আজ রাতেও আরেকটি শ্রমিক স্পেশাল ট্রেন আসবে কেরল থেকে থেকে ।