সোশ্যাল বার্তা : একদিকে করোনা আবহ অন্যদিকে আমফান ঝড় সাধারণ মানুষের জনজীবন বিপর্যস্ত করে তুলেছে । বর্তমানে নিজেদের বেঁচে থাকার তাগিদে অনেকেই পেশা পরিবর্তন করতে বাধ্য হয়েছেন । সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন অসংগঠিত শ্রমিক – প্যান্ডেল বাধার কর্মচারী, সেলুনের কাজে নিয়োজিত ব্যক্তি, ট্রেন বা বাসের হকার,বাস লরি বা ট্রেকারের চালক থেকে খালাসি সঙ্গে প্রান্তিক দিন আনা দিন খাওয়া মানুষ ।
এই সমস্ত প্রান্তিক মানুষের জন্যই লক ডাউনের প্রথম দিন থেকেই কাজ করে চলেছেন মুর্শিদাবাদ জেলার নওদা থানার ওসি মৃণাল সিনহা ।
নদীয়া জেলার হাঁসখালি থানার বগুলার পাশে বহিরগাছি গ্রামে বাড়ি এই অফিসারের । আশেপাশের দশ গাঁয়ের লোক এলাকায় এখনও তাঁকে ‘কালু’ বলে জানে । পেশার সঙ্গে তাঁর নেশা জনসেবা । তাই মুর্শিদাবাদের আজ অবধি তিনি যে যে থানায় কর্মরত থেকেছেন মানুষের সেবা দেওয়ার জন্য সাজিয়ে তুলেছেন সেই থানার পরিবেশ । বেলডাঙা,ভরতপুর , ভগবানগোলা,নওদা সহ বিভিন্ন থানা এলাকার সাধারন মানুষ , ব্যবসায়ী তথা ক্লাবের সদস্যদের সাথে আজও রয়েছে তাঁর সখ্যতা । সারা বছর ধরে চলে তার সেবাকাজ ।
নদীয়ার শান্তিপুরের মানুষ হয়েও শান্তিপুর থেকে বকখালি, সুন্দরবনের ঝড়ে বিধ্বস্ত এলাকার কথা ভাবছে অনেকেই তেমন ভাবেই নওদা থানার এই আধিকারিক মৃনাল সিনহা শান্তিপুরের নিষিদ্ধপল্লী সহ এলাকার প্রান্তিক মানুষের কথা ভেবেছেন ।
গতকাল ও পরশু মিলে ২০০টি পরিবারে মুদি দ্রব্য – চাল, ডাল, আটা , তেল,নুন পাঠিয়েছেন যা বিতরণ করলেন এলাকার বিশিষ্ট সমাজসেবী মোহরদেবিশ্বাস । অন্যদিকে গত পরশু বহিরগাছি গ্রামে ১৬০টি পরিবারের হাতে তুলে দিয়েছেন খাদ্য সামগ্রী ।
মানুষ কে বাঁচার ভরসা জোগাচ্ছেন, তাই শেকড়ের টান উপেক্ষা করতে পারেননি। ভরসা দিতে,বাঁচার আশ্বাস দিতে শান্তিপুরের পাশে দাঁড়িয়েছেন তিনি।
নওদার প্রত্যন্ত গ্রামেও পৌঁছে যাচ্ছে তার সহযোগিতা । তার থানা এলাকার প্রান্তিক মানুষের পাশাপাশি ধোপা , নাপিত,প্যান্ডেল বানানোর কর্মচারী গ্যারেজের মিস্ত্রি, বাস ,লরি ট্রেকারের ড্রাইভার সবাই কে তিনি সাহায্য করেছেন ।
কিছুদিন আগে একজনের ঘর পুড়ে যায়, ঈদের আগে তার বাড়িতে পাঠিয়ে দেন পোশাক ও তার মেয়েটির স্কুলে যাওয়ার জন্য সাইকেল ।
বাংলাদেশ থেকে কিছু রোগী এসেছিলেন বাঙালোরে । লকডাউন এ তারা আটকে যান সাহায্যে এগিয়ে অসেন তিনি ব্যাক্তিগতভাবে নিজের একাউন্ট থেকে টাকা পাঠিয়ে খাবারের ব্যবস্থা করেন ।
এই প্রসঙ্গে মৃণাল বাবু বলেন ” সাধারণ মানুষ আজ বড় বিপদে । মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়ানো আমাদের সবার কর্তব্য । অামি অামার কর্তব্য করছি মাত্র ।”