জেলা প্রশাসনের নির্দেশে শান্তিপুর থানার উদ্যোগে রেললাইনের পাশে সর্তকতাজারি

Social

মলয় দে নদীয়া:- সমস্ত গণপরিবহন ব্যবস্থার বন্ধ হওয়ার সাথে প্রধান যান-বাহন রেল চলাচল বন্ধ লোকজনের প্রথম দিন থেকেই। রেল লাইনের ধারে বসবাসকারী সাধারণ মানুষ রেল চলাচল বন্ধ নিশ্চিত জেনে নিজেদের অভ্যাসগত কারণেই রেললাইনের ওপর অবাধে শিশুদের খেলা, বৃদ্ধদের অবসর কাটানো, গৃহপালিত পশুদের বিচরণ ভূমি, মহিলাদের কাপড় কাচা বাসন মাজা কাপড় শুকানোর মতন বেশ কিছু কাজ চলছে নিত্যনৈমিত্তিক। স্বাভাবিক অবস্থায় একটা নির্দিষ্ট সময় ছিল ট্রেন চলাচলের।

কিন্তু এই বিশেষ পরিস্থিতিতে হঠাৎ মালগাড়ি, ইনস্পেকশন ইঞ্জিন ঢুকে পড়ছে । কিছুদিন আগেই উত্তরাখণ্ডে রেল লাইনে হঠাৎ চলে আসা ট্রেন কেড়ে নিয়েছিলো বেশকিছু শ্রমিকের প্রান। তাই রেল কর্তৃপক্ষের উপর ভরসা না করে,রানাঘাট জেলা পুলিশের নির্দেশে নদীয়ার শান্তিপুর থানার উদ্যোগে আজ গোবিন্দপুর অঞ্চলের রেললাইনে ধারে পাঁচটি লৌহ নির্মিত সাইনবোর্ড লাগানো হয়।

প্রশাসন সূত্রে জানা যায় শান্তিপুর থানার অন্তর্গত বাথনা,ফুলিয়া, শান্তিপুর দুই নম্বর এবং তিন নম্বর রেলগেট অঞ্চলে আরো ৩০ টি এ ধরনের সাইনবোর্ড লাগানো হবে।

Leave a Reply