লকডাউনে কবে থেকে কি কি ছাড় মিলবে, দেখে নিন এক নজরে

Social

সোশ্যাল বার্তা : লকডাউনের ভবিষ্যৎ কী, তা এখনও স্পষ্ট নয়। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শ্রীমতি মমতা বন্দ্যোপাধ্যায় শুক্রবার সাংবাদিক সম্মেলনে স্পষ্ট করে দিলেন মানবিক কারনে পশ্চিমবঙ্গে কিছু ক্ষেত্রে ছাড় মিলবে । তিনি বলেন, ১ জুন থেকে খুলে যাবে রাজ্যের ধর্মীয় স্থানগুলি। তবে ধর্মীয় স্থানে জমায়েতের ক্ষেত্রে ১০ জনের বেশি একসঙ্গে প্রবেশ করতে পারবেন না । বড় বড় কোনও উৎসব করা যাবে না । সকাল ১০ টা থেকে খুলবে মন্দির, মসজিদ, গুরুদ্বার, গির্জা গুলি ।

বিভিন্ন শিল্পের মধ্যে চা, জুটমিলে ১০০ শতাংশ কর্মী নিয়ে কাজ শুরু করা যাবে ১লা জুন থেকে। ৮ই জুন থেকে ১০০ শতাংশ কর্মী নিয়ে কাজ করা যাবে সরকারি, বেসরকারি অফিসগুলিতেও।

বাসে যাত্রী নেওয়ার ক্ষেত্রেও কিছুটা শিথিলতা মিলবে। বতর্মানে মাত্র ২০ জন যাত্রী নিয়ে বাস চালাতে গিয়ে আর্থিক সমস্যায় পড়তে হচ্ছে বাস মালিকদের। এদিন মুখ্যমন্ত্রী বলেন, যতগুলি সিট আছে, ততজন যাত্রী নিন। কিন্তু স্বাস্থ্য বিধি মেনে তা করতে হবে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান স্কুল-কলেজ বন্ধ থাকবে পুরো জুন মাস অবধি।

Leave a Reply