জাতীয় সেবা প্রকল্পের উদ্যোগে করোনা সচেতনা ও মাস্ক নিলি

Social

সোশ্যাল বার্তা : করোনা আবহে জৌলুসহীন মুর্শিদাবাদ জেলার  সামশেরগঞ্জের লক্ষ্মীপুজো ।তবুও বারো মাসে তেরো পার্বনের যে বাঙালি মেতে থাকে, তা একেবারে ছেদ পড়ে কীভাবে? বহুবছরের প্রথা একবারে বন্ধ না করে অনাড়ম্বরভাবে অনুষ্ঠিত হল কোজাগরী লক্ষ্মীপূজো। আর সেই পূজোতে আসা কচিকাঁচা ,উদ‍্যোগতা ও গ্ৰামবাসীদের হাতে মাস্ক ও স‍্যানিটাইজার তুলে দিল সামশেরগঞ্জের বহড়াগাছি হাইস্কুলের  জাতীয় সেবা প্রকল্প (এনএসএস) ইউনিটের ছাত্রছাত্রীরা।

শনিবার সন্ধ‍্যার আগেই পূজো মন্ডপে ছাত্রছাত্রীদের সঙ্গে হাজির বিদ‍্যালয়ের শিক্ষক তথা এন,এস,এস-এর প্রোগ্রাম অনুপ কুমার দাস। তিনি বলেন- ” এবছরে এন,এস,এস-এর কর্মসূচী অনুয়ায়ী দত্তকগ্ৰাম হিসেবে কৃষ্ণনগর গ্ৰামটিকে বেছে নেওয়া হয়েছে। ছাত্রছাত্রীরা বছর জুড় নানান সমাজ সচেতনতামূলক কাজ করবে এইগ্ৰামে। তারই অংশ আজকের এই কর্মসূচি। গ্ৰামবাসীদের করোনা সংক্রমণ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং ছাত্র-ছাত্রী তথা যুবসমাজকে সমাজের নানান গঠনমূলক কাজে আংশগ্ৰহনে অনুপ্রাণিত করাই আমাদের মূল লক্ষ্য”।ছাত্রছাত্রীদের এই ধরনের কাজ দেখে খুশি গ্ৰামবাসী তথা পূজো উদ্যোক্তারা।

Leave a Reply