নিউ সোশ্যাল বার্তা: রানাঘাট পালচৌধুরি স্কুলের দশম শ্রেণীর ছাত্র দীপাঞ্জন বিশ্বাস । বাড়ি নদীয়া জেলার হবিবপুরে ।শারীরিক বিভিন্ন সমস্যা দেখা দেওয়ায় পরিবারের পক্ষ থেকে নিয়ে যাওয়া হয় চিকিৎসকের কাছে ।অনেক পরীক্ষা-নিরীক্ষার পর জানা যায় দীপাঞ্জন ক্যান্সার রোগে আক্রান্ত । ঘটনাচক্রে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাননীয় শ্রী ভাস্কর সেনগুপ্তের মাধ্যমে বিষয়টি জানতে পারে রানাঘাটের স্বেচ্ছাসেবী সংগঠন ‘মানবিক রানাঘাটের’ সদস্যরা । দীপাঞ্জনের বাবা গৃহশিক্ষকতা করেন তার পক্ষে এই ব্যয়বহুল চিকিৎসা করানো অসম্ভব । স্বেচ্ছাসেবী সংগঠনটি বিষয়টি জানার পর থেকেই দীপাঞ্জনের পরিবারকে কিভাবে সাহায্য করা যায় তার জন্য পরিকল্পনা গ্রহণ করে। টাকার অভাবে যাতে ওর চিকিৎসা বন্ধ না হয় তার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হয় ।এলাকার বিভিন্ন বিদ্যালয়, ব্যবসায়ী,চাকুরীজীবী, সাধারণ মানুষের কাছে হাজির হয় মানবিক রানাঘাট । তাদের আবেদনে সাড়া দিয়ে সাধারণ মানুষ সমবেত ভাবে দীপাঞ্জনের পাশে এসে দাঁড়িয়েছেন । কিছু দিন আগে ও বাড়িতে এসেছে প্রথম পর্যায়ের চিকিৎসা শেষ করে। আগামী ২৮ শে অক্টোবর আবার বোম্বে রওনা দেবে ওর চিকিৎসার জন্য। দীপাঞ্জন এখন অনেকটাই সুস্হ। চিকিৎসকেরা আশ্বাস দিয়েছেন ও সম্পূর্ণ সুস্থ হয়ে উঠবে ।
আজ সংস্থাটির পক্ষ থেকে দীপাঞ্জনের বাবার হাতে কিছু অর্থ তুলে দেওয়া হয় দীপাঞ্জনের চিকিৎসা জন্য । রানাঘাট CONVENT SCHOOL এর পক্ষ থেকে সংগঠনটি আর্থিক সাহায্য পেয়েছিলেন।সংস্থাটির পক্ষ থেকে আজ অবধি দীপাঞ্জনের পরিবারের হাতে মোট ৩ লক্ষ ৮০ হাজার টাকা তুলে দিল । সংস্থাটির এই মানবিক উদ্যোগকে প্রশংসা করেছেন স্থানীয় বাসিন্দারা । সংস্থার পক্ষে শ্রী সুভাষ নাথ বলেন “দীপাঞ্জন কে পুরোপুরি সুস্থ করে ওর স্বাভাবিক জীবন ফিরিয়ে দিতে যা আর্থিক সাহায্য প্রয়োজন মানুষের সাহায্যের মাধ্যমে আমরা সেই লক্ষ্য পৌঁছাব বলে আশা রাখি ” ।