সুন্দরবনের আমফান ঝড়ে ক্ষতিগ্রস্থ দের পাশে স্বেচ্ছাসেবীদের মিলিত সংগঠন নদীয়ার ত্রাণ সমন্বয় মঞ্চ

Social

সোশ্যাল বার্তা: একদিকে করোনা আবহ অন্যদিকে আমফান ঝড় সাধারণ মানুষের জনজীবন বিপর্যস্ত করে তুলেছে । বিশেষ করে সুন্দরবন অঞ্চলের বকখালি, ফ্রেজারগঞ্জ সহ বিস্তীর্ণ অঞ্চলের মানুষেরা এখনও সমস্যার মধ্যে আছেন।

সরকারের পাশাপাশি এই সমস্ত দুর্গত মানুষের পাশে দাঁড়াতে এগিয়ে এল নদীয়া জেলার স্বেচ্ছাসেবীদের মিলিত সংগঠন “কোভিড ১৯ ত্রাণ সমন্বয় মঞ্চ” ।

লক ডাউনের ফলে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতেই তৈরি হয়েছিল হোয়াটস অ্যাপের মাধ্যমে এই ত্রাণ সমন্বয় মঞ্চ । সুষ্ঠু বন্টন, নিজেদের মধ্যে কাজের ও খবরের আদান-প্রদান, অভিজ্ঞতা বিনিময়, এগুলিই এই প্ল্যাটফর্মের মূল লক্ষ্য।

এবার সংগঠনটি নদীয়ার সাত আটটি শহর থেকে একযোগে ত্রাণের গাড়ী নিয়ে সন্ধ্যা সাতটা নাগাদ কৃষ্ণনগর থেকে রওনা দিল সুন্দরবনের উদ্দেশ্যে ।

সমন্বয়ের দায়িত্বে রয়েছেন কৃষ্ণনগরের বিশিষ্ট চিকিৎসক ও সমাজসেবী ডা: যতন রায় চৌধুরী মহাশয় ৷ তিনি জানান , প্রায় ৬০০০ টি পরিবারের পাশে দাঁড়ানোর রসদ নিয়ে তারা যাচ্ছেন সম্মিলিতভাবে । ট্রাকভর্তি করে বিভিন্ন রকমের শুকনো খাবার , খাবার জল, মাস্ক , স্যানিটাইজার, ত্রিপল মোমবাতি , দেশলাই, ওআরএস, প্রাথমিক অসুস্থতার ওষুধ ও জামাকাপড় তারা নিয়ে যাচ্ছেন । ত্রাণ দানের পাশাপাশি দুর্গতদের দেওয়া হবে রান্না করা খাবার ।

তিনি আরোও জানান নদীয়া, মুর্শিদাবাদ বিভিন্ন জায়গায় আমফানের ক্ষয়ক্ষতি হলেও, সমুদ্র উপকূলবর্তী দক্ষিণ ২৪ পরগনার শেষ প্রান্ত সুন্দরবনের অবস্থা খুব খারাপ। সেখানে এমনিতেই অর্থনৈতিক দিক থেকে পিছিয়ে পড়া মানুষের বাস, তার উপরে লকডাউনে গৃহবন্দী প্রান্তিক মানুষদের বেশিরভাগ টালি টিন দিয়ে তৈরি ঘরের ছাউনি পড়ে গেছে। তাই এ সময়ে ওদের পাশে দাঁড়ানোটা অত্যন্ত জরুরি।

Leave a Reply