রায়গঞ্জঃ বাড়িতে নয়, বাবা তাঁর ছেলের জন্মদিন পালন করলেন রাস্তায়। প্রতি বছরের মতো এবার ছেলের জন্মদিনে বাড়িতে উৎসব হয়নি। জন্মদিন পালিত হলো অন্যভাবে। রাস্তায় চলাচল কারী বিভিন্ন গাড়ির চালকদের পাশাপাশি অন্যান্য শ্রমিকদের তুলে দেওয়া হলো ফল, বিস্কুট, সাবান, জলের বোতল সহ বিভিন্ন খাবার দ্রব্য।
গোয়ালপোখরের সাহাপুর গ্রাম পঞ্চায়েত এলাকার এই অন্য জন্মদিনকে কেন্দ্র করে শনিবার আনন্দে মেতে ওঠেন এলাকার বাসিন্দারা। এলাকার বাসিন্দা বিকাশ মোদক প্রতিবারই তার ছেলের জন্মদিনকে কেন্দ্র করে বাড়িতে ছোটখাটো উৎসবের আয়োজন করে থাকেন। এবার করোনা সংক্রমণের জন্য তার আর সে আয়োজন করা হয়ে ওঠেনি। একটু অন্যভাবে তাই এদিন বিকাশ বাবু আর তার ছোট্ট ছেলে বিপ্রজিত রাস্তায় দাঁড়িয়ে গাড়ি থামিয়ে চালকদের হাতে তুলে দিলেন খাবার সহ অন্যান্য সরঞ্জাম। বিকাশ বাবু বলেন, এভাবে ছেলের জন্মদিন করতে পেরে তিনি রীতিমতো আনন্দিত এবং তৃপ্তিও পেয়েছেন।
আর যাঁর জন্মদিন সেই ছোট্ট বিপ্রজিৎ বলেছে, তাঁরও খুব ভালো লেগেছে এভাবে জন্মদিন পালন করতে পেরে। করোনা সংক্রমণের জন্য এই ভাবে জন্মদিন পালন করা হচ্ছে, আবার তাতে অনেক মানুষ উপকৃত হচ্ছে।