মলয় দে, নদীয়া: দুর্গাপুজো শেষ হওয়া মানেই শান্তিপুরের রাসের কাউন্টডাউন শুরু। জগৎজোড়া খ্যাতি শীর্ষে থাকা গোপালপুর সাহা বাড়ির রাধাকৃষ্ণ এবং রঘুনাথের মুকুট বালা, হার,দূর টায়রা সহ নানা মূল্যবান পাথর সম্বলিত অলংকার। চুরি হয় গতকাল রাত দুটো নাগাদ।
সিসি ক্যামেরার ফুটেজ অনুযায়ী রাত বারোটা থেকে ভোর চারটে পর্যন্ত সময়ের মধ্যে সুইচ বোর্ডের আলো নিভিয়ে টর্চ লাইট জ্বেলে চুরি করে অপরাধী। ফুটেজ থেকে প্রাপ্ত দৃশ্য অনুযায়ী ব্যক্তির মুখ মাথা কাপড় দিয়ে মোড়ানো থাকায় সনাক্তকরণ খুবই কষ্টসাধ্য। তবুও শান্তিপুর থানার ভারপ্রাপ্ত ওসি মুকুন্দ চক্রবর্তী শহরের অন্যান্য প্রান্তে থাকা সিসি ক্যামেরার ফুটেজ গুলি একত্রিত করে অপরাধীকে ধরার ব্যাপারে সচেষ্ট থাকবেন বলেই জানান পরিবার প্রধান জহর সাহা কে।
এ প্রসঙ্গে জহর বাবু জানান, বিগত ৫০ বছর আগে রাধাকৃষ্ণের মূল কষ্টি পাথরের মূর্তি চুরি যায়। বর্তমানে বহু মূল্যের সমস্ত অলংকার চুরি যাওয়ায়, এ বছরে ২৭৫ বছরে পা দেওয়া গোপালপুর সাহা বাড়িতে নেমে এলো শোকের ছায়া।