সোশ্যাল বার্তা : নদীয়া জেলার কৃষ্ণনগরের নদী নিয়ে কাজ করা সংস্থা “জলঙ্গি নদী সমাজ” এর উদ্যোগে শনিবার হিমালয় দিবস পালন করা হয় ।
শনিবার হিমালয় বাঁচানোর বার্তা নিয়ে গ্রাম থেকে শহরে লিফলেট বিলি ও গুরুত্ব পূর্ন মোড় গুলিতে দাঁড়িয়ে প্রচার করা হয়।
কৃষ্ণনগর পুরসভার মালোপাড়া থেকে শুরু করে গ্রামাঞ্চলের শিমুলতলা, চামটা, শ্যামপুর, আমঘাটা, তেওরখালি, তরণপুর ঘাট, হয়ে নবদ্বীপ স্বরূপগঞ্জ ঘাট অবধি হিমালয় দিবস এর প্রচার চলে।
জলঙ্গি নদীর সমাজ এর পক্ষে কৌশিক সরকার জানান- জলবিদ্যুৎ তৈরীর নামে বাঁধ ও সুরঙ্গ তৈরী, চারধাম সড়ক প্রকল্পের জন্য নবীন হিমালয়ে ১০মিটার চওড়া রাস্তা তৈরী,বনভূমি নিধন, ছাড় নেই হিমবাহের নিকটবর্তী এলাকা, ফলে হয়ে চলেছে একেরপর এক প্রাকৃতিক বিপর্যয়। সে জন্য হিমালয়ের প্রাকৃতিক পরিবেশের সুস্থতা বজায় রাখতে সরকারের কাছে সহনশীল হিমালয় নীতি গ্রহনের দাবী নিয়ে এই কর্মসূচি।