নদীয়া শান্তি সেবা সমিতির উদ্যোগে ইঁটভাটার শ্রমিক দের সাথে ঈদ পালন

Social

মলয় দে, নদীয়া :-এবারের ঈদ কারোর কাছেই আনন্দের না। লকডাউন,ঝড়ের তান্ডব,অভাব সব কিছু তাড়া করে বেড়াচ্ছে মানুষকে।অন্যবার আনন্দ,গান,হৈ-হুল্লোড়ে মাতোয়ারা থাকে সবাই।শুধু মুসলমানরাই নয়,অনেক হিন্দুও এই উৎসবে সামিল হয়। এবার ভীন্ন চিত্র সবস্থানেই।

রানাঘাট নাসড়াপাড়া,দাসপাড়া এলাকার তরুন ছেলেরা এবার আর নিজের বাড়িতে ঈদের খাওয়া খেলেন না। সবাই মিলে আনন্দ উপভোগ করলেন আনুলিয়ার একটি ইঁটভাটার হিন্দু শ্রমীকদের সাথে। নদীয়া শান্তি সেবা কল্যান সমিতির উদ্যোগে ১৩০ জন শ্রমীকদের সাথে একসাথে বসে বিরিয়ানি খেলেন রাকেশ আলীরা।

Leave a Reply