শিশুদের স্বাস্থ্য সচেতনতায় অভিনব উদ্যোগ আনন্দধারা’র

Social

সোশ্যাল বার্তা : করোনা মহামারী সংক্রমণ ঠেকাতে সরকার বিভিন্ন পদ্ধতি অবলম্বন করে চলেছে । এবার সরকারের পাশাপাশি এগিয়ে এল সেবামূলক সংগঠন কৃষ্ণনগর আনন্দধারার ।

আনন্দধারা পক্ষ থেকে শনিবার নদীয়া জেলার একটি প্রত্যন্ত গ্রামে দোগাছীতে প্রান্তিক শিশুদের মাঝে মাস্ক, সাবান, খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। বিকাল ৪ টার সময় দোগাছী গোপাল মন্দির সংলগ্ন মাঠে এই সকল সামগ্রী বিতরণ করেন আনন্দধারা স্বেচ্ছাসেবীরা।

২৫ জন শিশুকে এই মাঠে দাঁড় করিয়ে প্রত্যেককে প্রথমে মাস্ক পরিয়ে, প্রত্যেকের হাতে একটা করে সাবান তুলে দেওয়া হয়।এরপর স্বেচ্ছাসেবীরা শিশুদের সাবান দিয়ে হাত ধোয়ার পদ্ধতি শেখান এবং ঐখানেই জল, সাবান দিয়ে হাত কিভাবে হাত ধুতে হয় তা দেখান। শিশুরা অনুপ্রাণিত হয়ে খুব আনন্দ করে নিজেরাই সাবান দিয়ে হাত ধুয়ে দেখায়।শেষে প্রত্যেকের হাতে তুলে দেন শিশুদের প্রয়োজনীয় খাদ্যসামগ্রী ডিম,কলা,বিস্কুট, ম্যাগি ইত্যাদি।

কৃষ্ণনগর আনন্দধারার সম্পাদক শ্রী রাজু পাত্র বলেন,শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক ক্ষেত্রে একটু কম হয়।রোগ সৃষ্টি হয় বেশীরভাগ ক্ষেত্রেই নোংরা হাতে খাবার খাওয়ার জন্য। তাই শিশুদের বিষয়ে সচেতন থাকতে হবে একটু বেশি। করোনা ভাইরাস থেকে রক্ষা পাওয়ার যে সব নিয়ম কানুন করা হয়েছে , তা বেশির ভাগ মানুষ মানছেনা, গুরত্ব দিচ্ছেনা এবং সচেতন নয়। তাই সমাজের প্রত্যেক জনগোষ্টির মাঝে সচেতনতা সৃষ্টি করতে হবে। এই ভাইরাস থেকে বাঁচার একমাত্র ঔষধ হচ্ছে নিজে সচেতন হওয়া এবং অন্যদের সচেতন করে নিয়ম কানুন মেনে চলা। তাই এই সচেতনামূলক অভিযান এবং এটাই এবার থেকে আমাদের লক্ষ্য থাকবে। আমরা সাধ্যমতো এই অভিযান চালিয়ে যেতে চাই।

Leave a Reply