নদীয়ায় সরকারী ভাতা প্রাপ্ত ব্রাহ্মণদের সম্মান জানালেন বিধায়ক

Social

সোশ্যাল বার্তা: কিছুদিন আগেই পশ্চিমবঙ্গ সরকার চালু করেছে ব্রাহ্মণ ভাতা। রবিবার নদীয়া জেলার করিমপুরের বিধায়ক ও রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত জাতীয় শিক্ষক বিমলেন্দু সিংহ রায় করিমপুর বিধানসভার অন্তর্গত যেসব ব্রাহ্মণরা পশ্চিমবঙ্গ সরকার থেকে ব্রাহ্মণ ভাতা পান তাঁদেরকে বিধায়ক কার্যালয় আমন্ত্রণ জানান ।

একটি ছোট্ট অনুষ্ঠানের মাধ্যমে সম্মান জানাতে তাঁদের হাতে একটি ধুতি একটি মিষ্টির প্যাকেট ও ভগবদ্গীতা তুলে দেন। বিধায়ক তাদের মুখ থেকে তাদের সমস্যার কথা শোনেন এবং তাঁর নিজস্ব নম্বর তাদের দেন এবং তাঁদের যাবতীয় সমস্যা বিধায়ককে সরাসরি জানাতে বললেন। বিধায়ক জানান তিনি আগত ব্রাহ্মণদের কাছ থেকে বিভিন্ন বিষয় শুনলেন এবং  যতদূর পারবেন তিনি সমস্যা সমাধানের চেষ্টা করবেন। আগত ব্রাহ্মণরা জানান বিধায়ক তাঁদের সম্মান দেওয়ায় তারা খুশি।

Leave a Reply