মলয় দে নদীয়া :-রাস্তার ধার থেকে এক মৃত ব্যক্তিকে উদ্ধার করে পুলিশ হাসপাতালে পাঠায়। মৃত ব্যক্তির নাম রামপ্রসাদ হাজরা,বয়স ৩৫ বছর।
জানাযায়, নদীয়ার কালীগঞ্জ ব্লকের পলাশীর এরিয়া ডাঙা গ্রামের বাসিন্ধা রামপ্রসাদ হাজরা ট্রাকের খালাসির কাজ করতো,প্রত্যেকদিন কাজ কর্ম করে মাঝরাতে বাড়ি ফেরে,কিন্তু গতকাল সে বাড়ি ফেরেনি। সকাল পর্যন্ত খোঁজ করে পাওয়া যায়নি । আজ কালীগঞ্জ চাপড়া সড়কে পাওয়া যায় তার দেহ। খবর পেয়ে উদ্বার করে স্থানীয় হাসপাতাল হয়ে কৃষ্ণনগর পুলিশ মর্গে নিয়ে যাওয়া হয় ময়না তদন্তের জন্য।কোনো রাজনীতির সাথে যুক্ত ছিল না কিন্তু তবে ঠিক কি কারণে তাকে দুষ্কৃতীরা তাকে গুলি করে এবং তার গোপনাঙ্গ কেটে নেয় তা পরিবারের কাছে বিষয়টি এখনো অজানা।
মৃতের কাকার ছেলে তাপস হাজরা জানায় তার পরিবারের সদস্যরা কর্ম সূত্রে বাইরে থাকেন তারা ফিরে আসার পর আলোচনা করে পুলিশের কাছে লিখিত অভিযোগ জানাবেন।