কিকবক্সিংএ সোনাজয়ী নিহার লকডাউনে বাড়িতেই অনুশীলন করে চলেছে 

Social

রায়গঞ্জঃ উত্তর দিনাজপুর জেলার গর্ব কিকবক্সিং প্লেয়ার নিহার। এখন গ্রামীণ এলাকায় থেকেই বাড়িতে বসে কিকবক্সিং অনুশীলন করছেন সোনাজয়ী হেনা নিহার। কোচ এর কাছ থেকে নিচ্ছেন অনলাইনে প্রশিক্ষণও। লকডাউন এর ফলে সদ্য কিকবক্সিং এ দুবাই থেকে আন্তর্জাতিক পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণ করে সোনা নিয়ে দেশকে গৌরবের শিখরে পৌঁছে দিয়েছে হেনা নিহার। দুবাই থেকে ফিরে এসে ব্যাংককে একটি আন্তর্জাতিক কিক বক্সিং প্রতিযোগিতায় যাবার জন্য প্রস্তুতি নিচ্ছিল ওই মেয়ে। কিন্তু আচমকা করোণা সংক্রমনের জেরে ওই কর্মসূচি আপাতত স্থগিত। কিন্তু তবুও পৃথিবী আবার শান্ত হলে আরও একাধিক আন্তর্জাতিক স্তরের প্রতিযোগিতায় অংশ নেবার জন্য বাড়িতে বসেই প্রস্তুতি নিচ্ছে সোনার মেয়ে হেনা নিহার।

প্রতিদিন সকালে ও বিকেল বেলা বাড়ির ছাদে অনুশীলন করছে সে। সঙ্গে চালিয়ে যাচ্ছে তার পড়াশোনাও। এমনকি এই কিকবক্সিং এ যাতে ওর গ্রামের অন্যান্য মেয়েরাও আরো উৎসাহী হয় সে বিষয়ে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ঘরে বসেই অন্যান্যদের উদ্দীপিত করে চলেছে সে।

Leave a Reply