ঈদের আগে রোজার শেষ কোরান পাঠ। নতুন বস্ত্র ছাড়াই গৃহবন্দী থেকে এবারের ঈদে পারিবারিক বন্ধন বাড়তি পাওনা

Social

মলয় দে নদীয়া:-রমজান মাসের ৩০ টি রোজা শেষ আজ। অপেক্ষার আর কিছুক্ষণ মাত্র! তারপরেই খুশির ঈদ! জামা কাপড়ের দোকানদারদের বউনি না হওয়ার জন্য দোকান খুলছেন না অনেকেই। কিন্তু নতুন পোশাক নাইবা হলো? সরকারি নিয়ম মেনেই গৃহবন্দী থেকে এবছর ঈদে বাড়তি পাওনা পারিবারিক বন্ধন ।

পরিবারের সকলে মিলে হাতে হাত লাগিয়ে বাড়ি ঘর পরিষ্কার করা, আগামীকালকে বিভিন্ন রান্নার মেনুর খানিকটা এগিয়ে রাখা, মেহেন্দি পরা সবটাই চলছে পুরোদমে। বাইরে বেরিয়ে দলে দলে ফুচকা চাউমিন, এগ রোল খাওয়া, সেজেগুজে আত্মীয়স্বজনের বাড়ি যাওয়া একটু ঘাটতি হলেও সোশ্যাল মিডিয়ায় ভিডিও কলিং, হোয়াটসঅ্যাপ ফেসবুকে তা পূরণ হবে বেশ কিছুটা। তবে আনন্দ একটাই পরিবারের সকল সদস্য রয়েছে বাড়িতেই। তবে মনে রয়েছে অনেকের বিষাদের সুর একদিকে করোনো ও অন্যদিকে আমফান ঝড় বড়দের সঙ্গে সঙ্গে কচিকাঁচা সের মনে আঘাত হেনেছে তা বলার অপেক্ষা রাখে না ।

Leave a Reply