সোশ্যাল বার্তা: একদিকে করানো প্রবাহ অন্যদিকে আমফান ঝড় সাধারণ মানুষের জনজীবন বিপর্যস্ত করে ফেলেছে । অনেক মানুষ নিজেদের পেশা পরিবর্তন করতে বাধ্য হয়েছেন । কেউবা আগে বাস চালাতেন এখন তিনি মাছ বিক্রেতা ।
এই সব প্রান্তিক মানুষদের সাহায্যে এগিয়ে এল নদীয়া জেলার কৃষ্ণনগর পৌর এলাকার ১৯ নম্বর ওয়ার্ডের সিপিআইএম ও ভারতের ছাত্র ফেডারেশন (এসএফআই) কৃষ্ণনগর শহর শাখা ।
কমিটির যৌথ উদ্যোগে ১৯ নম্বর ওয়ার্ডে গতকাল প্রায় ১৫০ জন মানুষের হাতে আলু , পেঁয়াজ , কাঁচা , লঙ্কা , চাল কুমড়ো , মিষ্টি কুমড়া , ভেন্ডি , শাক , লবণ , তেল সহ মোট ১২ রকম দ্রব্য সামগ্রী তুলে দেওয়া হয়।
উপস্থিত ছিলেন জেলার সিপিআইএম নেতা সুমিত চাকী , কৌশিক দত্ত , শিব সুন্দর সান্যাল সহ ছাত্র নেতা কৃশানু হালদার , সমরজিৎ রায় , সাগ্নিক চাকী সহ অন্যান্যরা ।