অর্ধ সমাপ্ত অবস্থাতেই শিল্পীর কারখানা থেকে প্রতিমা গেল মণ্ডপে 

Social

মলয় দে নদীয়া :- দুর্গাপূজো এখনো ৫৫ দিন বাকি! ইতিমধ্যেই শান্তিপুর সৌরজ পালের মৃৎশিল্পর কারখানা শ্যামবাজার থেকে মাদুগ্গা ছেলে মেয়ে স্বামী সহ গোটা পরিবার গতকাল রাতেই রওনা দিলো ম্যাটাডরে করে । পথ এমন কিছু দূরের নয়! পাশের এলাকা ফুলিয়াতে। মা দুর্গার পরিবার অথবা পূজা উদ্যোক্তাদের কারোর সাথেই কোন রাগারাগি নয়।

রং হওয়ার পরেই অসমাপ্ত অবস্থায় মাকে আগেভাগেই নিতে এসেছেন ফুলিয়া কলোনির ফুলিয়া সেবা সমিতির সদস্যরা। সেখানে তাদের পরিচালনায় সার্বজনীনভাবে ৬১ বছর ধরে পূজো হয়ে আসছে। তবে বিগত চার বছর যাবত, এভাবেই অর্ধ সমাপ্ত অবস্থায় তারা প্রতিমা নিয়ে থাকেন। কারণ হিসাবে তারা বলেন, পাড়ার ছেলেরাই বিগত চার বছর যাবত কখনো বিভিন্ন ধরনের ফল আনাজ দানাশস্যর বীজ, কখনো ইলেকট্রিক্যাল তারের মধ্যে ব্যবহৃত এলমনিয়াম বা তামার অংশ দিয়ে হস্তশিল্পের থিম সুসজ্জিত করে থাকেন। যা দৃষ্টি আকর্ষণ করে গোটা নদীয়ার। এ বছরে, তারা চুমকি এবং বিভিন্ন ধরনের স্টোন পুথি ব্যবহার করে প্রতিমা সুসজ্জিত করতে চলেছেন।

মহালয়ার দিন চোখ দান হয়ে থাকে দেবী দুর্গার। বিগত দু’বছর করোনা পরিস্থিতির কারণে সমস্ত ধরনের বাজেট কমালেও প্রতিমায় কোনরকম সমঝোতা করেননি তারা। এবার সবকিছু প্রায় স্বাভাবিক হওয়ায় বাড়তি উচ্ছ্বাস এলাকাবাসীর মধ্যে, তাই পূজোর উদ্যোক্তারা আশাবাদী এবারও তাদের পুজো নদীয়ার অন্যতম সেরা পুজো হতে চলেছে।

Leave a Reply