মলয় দে নদীয়া : নদীয়ার সিংহভাগ মানুষের প্রধান জীবিকা বয়ন শিল্প। ঘরে বসে তাঁতে গামছা লুঙ্গি কাপড় বোনাতে কোন আপত্তি না থাকলেও, উৎপাদিত পণ্য যাতায়াত ব্যবস্থা এবং হাট বন্ধের ফলে বন্ধের মুখে। রানাঘাট, ফুলিয়া, শান্তিপুর, বেশিরভাগ মানুষ জড়িত এই পেশার সাথে।
করোনা আবহে দীর্ঘ লক ডাউনের কারণে মাথায় হাত গামছা শিল্পের সঙ্গে যুক্ত ব্যবসায়ীদের। লক ডাউনের কারনে স্তব্ধ গণপরিবহন।যারফলে পাওয়ারলুমে তৈরি গামছা যাচ্ছে না কলকাতায়।গোদের ওপর বিষ ফোঁড়ার মতোন দেখা দিয়েছে
রানাঘাট পাশ্ববর্তী অঞ্চলে সমস্ত হাটই বন্ধ।গামছার স্টক বেড়ে যাওয়ায় বন্ধ গামছা তৈরি। এমতাবস্থায় গামছা তৈরির কারিগরদের দিন গুজরান হচ্ছে অতিকষ্টে।