কল্যানী প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহযোগীতা পৌঁছালো গোসাবার বিদ্যালয়ে

Social

মলয় দে নদীয়া:- শুধু শিক্ষা প্রদান নয়, সমাজে বিপদের দিনে অনবরত সহায়তা করে চলেছে নদীয়ার হরিণঘাটার সিম হাটে অবস্থিত রাজ্যের প্রযুক্তি বিশ্ববিদ্যালয় মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি অফ টেকনোলজি। করোনার কারণে লকডাউন চলাকালে এলাকার গ্রামে মাস্ক, স্যানিটাইজার,খাবার দেওয়া – শুরু করে আজও সে কাজ অব্যাহত। এসব পাঠানো হয়েছে নবান্নেও।

এরই মধ্যে আমফান ঝড়ে বিধ্বস্ত দক্ষিণ ২৪ পরগনার গোসাবার এক স্কুলের আবেদনে সাড়া দিয়ে, সোমবার ওই স্কুল কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া হল ৪০ জন দশম শ্রেণীর ছাত্র-ছাত্রীদের শিক্ষাসামগ্রী, জানালেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সৈকত মৈত্র।

তিনি বলেন, “বর্তমান পরিস্থিতিতে মানুষের সহায়তায় সবাইকে এগিয়ে আসতে হবে আমরা সেই কাজটুকুই করছি।”

এই সামাজিক কাজগুলোতে ভীষণভাবে সক্রিয় মেকাউটের অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার অনুপ কুমার মুখার্জি, তিনি বলেন মানুষের সহায়তার পাশাপাশি তারা প্রচুর বৃক্ষরোপন করেছেন। ঝড়ে ভেঙে পড়া গাছ ঠিক করা বা বিশ্ব পরিবেশ দিবসে বৃক্ষরোপণ নয়, প্রকৃতি সাম্যবস্থা বজায় রাখতে সারাবছর আমরা গাছ লাগায়।তবে এ বছর বিশ্ব পরিবেশ দিবসে বিশ্ববিদ্যালয়ের নির্দেশে ঐদিন সারা রাজ্যে ২০৯টি কলেজের চল্লিশ হাজার গাছ লাগিয়েছেন।

Leave a Reply