আকাশের মুখ ভার এক পশলা বৃষ্টি কৃষ্ণনগরে

Social

রমিত সরকার, কৃষ্ণনগর : মঙ্গলবার  সকাল থেকেই নদীয়ার কৃষ্ণনগরে আকাশ মুখ ভার করে ছিল। সুর্যের দেখা প্রায় না মেলার মতই। সকাল থেকে গরমের গুমোটভাব শহরবাসীর অস্বস্তির মধ্যে কাটছিল ।

দুপুর হতেই ক্রমশ আকাশে কালো মেঘ জমাট বাধে তার কিছুক্ষনের মধ্যেই হালকা ঝোড়ো হাওয়া ও এক পশলা বৃষ্টিতে ভিজে ওঠে শহর । যাকে আমফানের খুদ্রাতি খুদ্র প্রভাব বলা যেতে পারে ।

পুরোদিনই মেঘে ঢাকা ছিল শহর । তবে বৃষ্টির পরিমান কম হওয়ায় শহরবাসীর কাছে স্বস্তি মিলল না । তবে দুপুর থেকেই মাঝেমধ্যে গুড়িগুড়ি বৃষ্টি হয় ।

Leave a Reply