মলয় দে নদীয়া:-রানাঘাট জেলা পুলিশের উদ্যোগে ৭ কিলোমিটার ম্যারাথন দৌড়। পা মেলালেন জেলা পুলিশ সুপার ড: কে কান্নান। উপস্থিত ছিলেন জেলার উচ্চপদস্থ পুলিশ আধিকারিকরা।
নদীয়ার শান্তিপুর থানার ফুলিয়া বাস স্ট্যান্ড সংলগ্ন ৩৪ নম্বর জাতীয় সড়ক থেকে শুরু হয় এই ম্যারাথন দৌড়। শেষ হয় রানাঘাট সেন্ট মেরি হাই স্কুল সংলগ্ন ৩৪ নম্বর জাতীয় সড়কে। নদীয়া জেলার বিভিন্ন প্রান্ত থেকে প্রায় আড়াইশো জন এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। তাদের মধ্যে বেশ কিছু মহিলা প্রতিযোগিনী ছিলেন। পুলিশ সুপার সহ জেলার বিভিন্ন উচ্চ ব্যবস্থার আধিকারিকদেরও দৌড়াতে দেখা যায় এদিন। এ বিষয়ে পুলিশ সুপার ড: কে কান্নান বলেন, মূলত সাধারণ মানুষের সঙ্গে পুলিশের আরও সম্পর্ক নিবিড় করতে এই ধরনের অনুষ্ঠানের আয়োজন। প্রাথমিকভাবে আড়াইশো জন দিয়ে এই প্রতিযোগিতা করা হলো। আগামী দিনে আরও বড় করে এরকম অনুষ্ঠান করবেন বলে জানান তিনি।