দেবু সিংহ, মালদা: উদ্বোধনের এক সপ্তাহ না কাটতেই ব্যাপক সাড়া আম বাজার এলাকায় অবস্থিত মৎস্য মার্কেটের। ছোট-বড় বিভিন্ন মাছের আমদানি থেকে শুরু করে মার্কেটের বিশাল পরিধি সাড়া ফেলেছে পাইকারদের। শহরের বিচিত্রা মার্কেটের মৎস্য বাজার থেকে এই মার্কেটের পরিধি সুবিশাল, করোনা সংক্রমনের ভয় থাকছে না, তার পাশাপাশি পাইকারদের জন্য থাকছে অনেক অনেক সুবিধা, অন্যদিকে বিচিত্রা মার্কেটের মৎস্য বাজারের পরিধি ছোট, করোনা সংক্রমনের ভয় থাকছে, জরাজীর্ণ অবস্থা মার্কেটের অভিযোগ মাছ পাইকারদের। অন্যদিকে এই বিষয়ে মালদা জেলা রেগুলেটেড মার্কেট মৎস্য ব্যবসায়ী সমিতির সম্পাদক শুভঙ্কর সাটিয়ার জানান, এক সপ্তাহের মধ্যেই ব্যাপক সাড়া মিলেছে। বিচিত্রা মার্কেটের তুলনায় এই মার্কেটে ভিড় কম বিশাল পরিধি এবং থাকছে পাইকারদের জন্য নানারকম সুবিধা। তাই পাইকারদের উৎসাহ-উদ্দীপনাও অনেকটা বেশি। এই মার্কেটে কোন দালাল চক্র নেই। তাই ছোট-বড় সমস্ত ধরনের পাইকার এবং আড়তদাররা দেদার ব্যবসা করার সুযোগ পাচ্ছেন।
অন্যদিকে মার্কেটের যুগ্মসম্পাদক কমল ঘোষ জানান, ফল এবং সবজি মার্কেট পাশাপাশি মৎস্য মার্কেট হাওয়ায় ব্যাপক সাড়া মিলছে। অন্যদিকে মৎস্য ব্যবসায়ী হাসান আলী জানান রাজনৈতিক না প্রশাসনিক জটিলতা তারা বুঝতে পারছেন না, কি কারনে বিচিত্রা মার্কেটের আড়তদাররা এই মার্কেটে আসছেন না। তবে ওই মার্কেটের থেকে আম বাজারের মৎস্য মার্কেটের পরিকাঠামো এবং সুযোগ সুবিধা অনেক বেশি। কিছু কিছু আড়ত দার আসতে চাইলেও তাদেরকে বাধা দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। এই বিষয়ে প্রশাসনিক হস্তক্ষেপের দাবি করেছেন তারা।