মলয় দে নদীয়া :–কালনা ঘাট পারাপার এর ব্যবস্থা বন্ধ থাকার কারণে নৃসিংহ পুর এলাকার সাধারণ মানুষেরা চিকিৎসা ব্যবস্থা শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে উপর নির্ভরশীল। গুরুত্বপূর্ণ কিছু চিকিৎসার ক্ষেত্রে কল্যাণী কলকাতার কোন হাসপাতালে রেফার করা হলে অনেকেই চিকিৎসা করাতে যেতে নিরাপদ বোধ করছেন না।
হয়তো এ কথা ভেবেই অনেকেই বর্ধমান জেলার বিভিন্ন হাসপাতাল ডাক্তার খানা যেতে নিরাপদ বোধ করছেন । লক ডাউনে রাস্তাঘাট খেয়া পারাপার সমস্ত বন্ধ থাকায় নৌকো বা ডিঙি নৌকার সহযোগিতায় তারা অসুস্থ মুমূর্ষ রোগীকে তাদের ব্যক্তিগত উদ্যোগে ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন রোগীর পরিবাররা।
সনাতন হালদার তার স্ত্রীকে নিয়ে, কামনা মজুমদার তার অন্তঃসত্ত্বা কন্যাকে নিয়ে যেতে চলেছেন এভাবেই।