লক ডাউনের মাঝেই মধুর চাক ভাঙতে গিয়ে দুর্ঘটনায় মৃত ফুচকা বিক্রেতা

Social

মলয় দে নদীয়া :-গাছ থেকে মৌচাকের মধু পাড়তে গিয়ে মৃত্যু হল ৪২ বছরের মিন্টু মন্ডল এর। ঘটনাটি ঘটে নদীয়ার শান্তিপুরের তিন নম্বর গেট সংলগ্ন এলাকায়, পরিবার সূত্রে জানা যায়, গতকাল রাত্রি ১০টা নাগাদ মিন্টু মন্ডল সাথে তার ছেলেকে নিয়ে পাশের বাগানে একটি লিচু গাছে মৌচাকের মধু পাড়তে গাছে ওঠে।

কোন কারণে গাছ থেকে পড়ে গিয়ে গুরুতর আঘাত পায়, ঘটনাস্থল থেকে তড়িঘড়ি শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়, শারীরিক অবস্থা অবনতি হওয়ার কারণে তাকে কল্যাণী জহরলাল মেমোরিয়াল হাসপাতালে ভর্তি করা হয়। অতিরিক্ত বুকে আঘাত পাওয়ার কারণে ভোর রাতে তার মৃত্যু হয়।

মিন্টু মন্ডল এর স্ত্রী জানান, উনি একজন ফুচকা বিক্রেতা বাড়িতে চলে তাঁত কাজ এর আগে কখনো গাছে ওঠার অভ্যাস ছিল না । লকডাউন এর জেরে তার নিজের ফুচকার ব্যবসা বন্ধ ছিল শখ করে ছেলেকে নিয়ে গাছে উঠে মৌচাকের মধু পারার উদ্যোগ নেয়। তারপরেই ঘটে এই বিপত্তি। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে ।

Leave a Reply