মালদায় পথ দূর্ঘটনায় বাইক আরোহীর মৃত্যু

Social

দেবু সিংহ,মালদা- পথ দূর্ঘটনায় মৃত হল এক বাইক আরোহীর। ঘটনায় গুরুতর জখম আরো একজন।জখম বাইক আরহী বর্তমানে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। মঙ্গলবার গভীর রাতে মালদার ইংরেজবাজারের মানিকপুর এলাকায় মালদা- মানিকচক রাজ্য সড়কের উপর ঘটনাটি ঘটেছে।মৃত বাইক আরহীর নাম জনি শেখ(২৭)।জখম হয়েছে রহিম শেখ।দুই জনের বাড়ি ইংরেজবাজারের আমৃতি এলাকায়।মঙ্গলবার রাতে বাইকে বাড়ি ফেরার পথে মানিকপুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাড়ির মধ্যে ঢুকে পড়ে। ঘটনাস্থলেই মৃত্যু হয় এক জনের।

Leave a Reply