কৃষ্ণনগর দক্ষিণ বিধানসভার বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী উজ্জ্বল বিশ্বাসের উদ্যোগে বিনামূল্যে বাজার

Social

মলয় দে নদীয়া:-নদীয়ার কৃষ্ণনগর ২ নং ব্লকে আজ সকালে বসেছিল বিনামূল্যে বাজার। বিভিন্ন রকম কাঁচা সবজি থেকে শুরু করে, রান্নার কাজে ব্যবহৃত সকল প্রকার মসলা, সোয়াবিন, ডিম, দুধ , নানান রকম ফল আলাদা আলাদা টেবিলে রাখা ছিলো।

কর্মহীন প্রান্তিক মানুষদের গতকাল রাতেই স্লিপ বিতরনের মাধ্যমে আমন্ত্রণ জানানো হয়েছিল এই বাজারে। তারা নির্দিষ্ট বয়স দূরত্ব বজায় রেখেই, হাত সানিটাইজ করে প্রয়োজনমতো সপ্তাহের বাজার সংগ্রহ করল। সমস্ত বিষয়টি বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস এর আয়োজনে।

তার কাছ থেকে জানা যায়, শুধু আজ নয় এভাবেই তার বিধানসভার অন্তর্গত কখনো রেশনিং ব্যবস্থা, কখনো পরিযায়ী শ্রমিকদের আনার বিষয়ে তৎপরতা, কখনো বা বাজারদর নিয়ন্ত্রণে সরাসরি নিজে হস্তক্ষেপ করেছেন প্রতিটি বিষয়। এবং আগামীতেও সাধারণ মানুষের কোন অসুবিধা হবেনা বলে জানান তিনি।

Leave a Reply