লকডাউন ওঠার পরেও দীর্ঘদিন মিলবে না সুরাহা, এমনটাই মনে করেন লাইট মাইক ব্যবসায়ী সংগঠন

Social

মলয় দে নদীয়া :-সমাজের বিশিষ্ট ব্যক্তি, রাজনৈতিক নেতা, প্রশাসনিক কর্মকর্তা মাইক্রোফোন হাতে নেন না এমন মানুষের জুড়ি মেলা ভার। অথচ চরম সংকটে পাশে পাচ্ছেন না কাউকে। ছোট বড় মাঝারি ব্যবসার ব্যাপক ক্ষতি হওয়ার পর বিভিন্ন সভা সমিতি, আনন্দ অনুষ্ঠান যে কত দিন বন্ধ থাকবে তাও জানা নেই কারো।

যারা এই কাজের সাথে যুক্ত বা লেবার শ্রেনীর মানুষ তাদের সংসার এখন চালানো বড় দায় এমনকি অনেকের লোন নিয়ে লক্ষাধিক টাকার মাল গোডাউনে অথচ কিস্তি দিতে পারছেন না উপার্জনের অভাবে। লকডাউন এর জেরে কোথাও বা কোন অনুষ্ঠানের ভাড়া পাচ্ছেন না তারা কারণ সরকারি নির্দেশ অনুসারে বিয়ে বাড়ি ধর্মীয় অনুষ্ঠান ইত্যাদি সবকিছুই এখন পুরোপুরি বন্ধ।

টানা দুমাসের লকডাউন এর জেরে জমিয়ে রাখা উপার্জন প্রায় শেষের দিকে, এখন কি করে সংসার চলবে এটাই বুঝে পাচ্ছে না লাইক মাইক ব্যবসায়ীরা। লকডাউনের প্রথমের দিকে সংগঠনগত ভাবে তারাও সহযোগিতা করেছেন প্রান্তিক মানুষদের, কিন্তু আজ তারা নিজেরাই বড় বিপদে । এ বিষয়ে স্থানীয় ব্যবসায়িক সংগঠনের হাত ধরে মহকুমা শাসক, এবং জেলা শাসকের দৃষ্টি আকর্ষণ করেছেন।

Leave a Reply